“দি ওয়ান মিনিট মাদার” বইয়ের অনুবাদকের কথা: বাচ্চাকাচ্চাদের আদর দেবাে না শাসন করবাে-এই দু’টানায় পড়ে আছি আমরা। আদর দিতে গেলে পড়শীদের কথা, “আদর দিয়ে দিয়ে ছেলেটার মাথা খেয়েছাে” আবার শাসন করতে গেলে, “এতাে নিষ্ঠুর মা-বাপ কি আর আছে।” শুধু পড়শীদের কথা নয়, এটা হলাে আমাদের প্রায় প্রত্যেকের মধ্যেকার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের অবসানে এবং ফলপ্রসূ সন্তান ব্যবস্থাপনায় স্পেনসার জনসন আবারাে তার ওয়ান মিনিট সিরিজ নিয়ে এগিয়ে এসেছেন। বইটি পড়ে মনে হয়েছে এটাতাে অতি সরল ও ফলপ্রসূ একটি পদ্ধতি। বিশেষ শিশুদের নিয়ে কাজ করাতে বাংলাভাষী মা-দের সহায়তায় বইটির অনুবাদের ইচ্ছে হলাে। চেষ্টা করেছি, অতি সরল বাংলায় লিখতে।