“স্রষ্টা বিজ্ঞান ও ধর্ম” বইয়ের ফ্ল্যাপের লেখা:
স্রষ্টা ব্যতিত কোন সৃষ্টি অস্তিত্ব লাভ করতে পারে না। টিভি, ঘড়ি, গাড়ি ইত্যাদি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়নি। এগুলাের প্রস্তুতকারক রয়েছেন। ঠিক তেমনি চন্দ্র, সূর্য, পৃথিবী, উদ্ভিদ, প্রাণী ইত্যাদির সৃষ্টিকর্তা আছেন । উপরন্তু প্রকৃতিতে রয়েছে অদৃশ্য সত্তা ফেরেশতা ও জিন। দৃশ্য ও অদৃশ্য উভয় জগতের স্রষ্টা হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ। মানুষের জ্ঞান মূলত বস্তু জগতের মধ্যেই সীমিত। কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য দৃশ্য ও অদৃশ্য উভয় জগতের জ্ঞান অর্জন অত্যাবশ্যক। কোন বিষয়ে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হয়েছে বলে তখনই দাবী করা যেতে পারে, যখন সংশ্লিষ্ট বিষয়ে সকল যৌক্তিক প্রশ্নের জবাব তা থেকে পাওয়া সম্ভব হয়।