খুব ছােট একটা গল্প। গল্প নয় একটা ঝাকুনি। আমাদের প্রতিদিনের জীবনে আমরা কিছু পরিবর্তনের মুখােমুখী হই। আমরা জানি না তখন আমাদের কি করা উচিত। গল্পে চারটি চরিত্র দুটো ক্ষুদে ইঁদুর আর দুজন লিলিপুট বা ছােট মানুষ। যাদের একই মিশন- প্রতিদিন নিজেদের জন্য পনির সংগ্রহ করা। কিন্তু তারা কেউ জানে না তাদের এই পরিস্থিতির পরিবর্তন হলে তারা কি করবে? একদিন সত্যি সত্যি সবকিছু বদলে যায়। তারপর শুরু হয় তাদের নতুন জীবন। এই অবস্থায় ইঁদুর দুটো তাদের স্বভাবজাত আচরণই করে। আর মানুষ বা লিলিপুটদের জন্য আসে নতুন চ্যালেঞ্জ। পরিবর্তন সবসময় নেতিবাচক নয় আবার সবসময় ইতিবাচকও নয়। পরিবর্তন আসবেই সময়ের সাথে সাথে । আপনি কি প্রস্তুত সে পরিবর্তনের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে বা কাজ করতে? অথবা পরিবর্তনটাই কি সব সময় আমরা বুঝতে পারি? এই বই বিশ্বজুড়ে কোটি মানুষের ভাবনার জগতে আলােড়ন তুলেছে। আপনার জন্যও রয়েছে দরকারি বার্তা। তাে শুরু করা যাক…।