পারিবারিক কোন্দলের কারণে বিলাস এবং ছোঁয়ার বিয়ে হয় না। ছোঁয়ার বিয়ে হয় প্রকৌশলী ইভানের সাথে। যার সাথে ছোঁয়াকে চলে যেতে হয় লন্ডনে। এরপর ছোঁয়া বাংলাদেশের বিখ্যাত একজন লেখক হয়ে ওঠে। একুশের এক বইমেলায় ছোঁয়ার সাথে দেখা হয় বিলাসের। এরপর ছোঁয়ার জীবনের সব আলো নিভে যায়। ছোঁয়া ডুবে যায় এক গভীর অন্ধকারে।