বিশ গেরামের গল্প বইটির মূল লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বহুস্তরবিশিষ্ট দৈব নমুনা চয়নের ভিত্তিতে বাছাইকৃত ২০ টি গ্রামের চার দশকব্যাপী ঘটে যাওয়া আর্থ-সামাজিক রূপান্তর উপস্থাপন করা । সম্পূর্ণভাবে মানুষের চিন্তা ও অনুভূতিকে নির্ভর করে গ্রাম রূপান্তরের এই গল্প উপস্থাপন করা হয়েছে । মানুষের জীবনকথা তুলে আনার জন্য অবশ্য প্রয়োগ করা হয় নি ছকে বাঁধা প্রশ্নমালা।