“এক রাতের গল্প” বইটির ফ্ল্যাপের কথাঃ
অরনীর ভেতরটা কেমন ফাঁকা হয়ে আসছে। নিজেকে চিনতে এই মুহূর্তে তার ভীষণ কষ্ট হচ্ছে। নিজের মুখােমুখি দাঁড়িয়ে মনকে প্রশ্ন করতে ইচ্ছা করছে, ‘কেন আমি নিজের সাথে প্রতারণা করছি? কেন আমি হিমেলের হাত ধরে পালাবাে? আমি তাে তাকে ভালােইবাসি না। আজ আবার নতুন করে সবকিছু ভাবতে ইচ্ছা করছে তার। এ বিয়েতেই বা কেন সে রাজি হয়েছে? এই বিয়েটা না করলে অবশ্য ঐ নরক থেকে তার মুক্তির একটাও পথ খােলা ছিল না। তাকে তাে টিকে থাকতে হবে তার নিজের তৈরি পৃথিবীতে। কি লেখা আছে তার ভাগ্যে? সকালে তার জন্য কিই বা অপেক্ষা করছে, কে জানে? কেন তার জীবনটা আর দশটা মেয়ের মত সহজ না…