প্রচলিত বয়ানের বাইরে ইতিহাসের যে সমস্ত ঘটনা ও কাহিনি রয়ে যায় অনেকটা লোকচক্ষুর অন্তরালে, সেরকম কিছু ঘটনা-কাহিনিই এই বইতে সরসভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কীভাবে বাংলার এক হাতি সমৃদ্ধ করল সুদূর মার্কিন-মুল্লুকের সার্কাসকে, টিপু সুলতানের তিন দূত কেমন করে পৌঁছুলেন ফরাসি সম্রাটের দরবারে, সুলতান ফিরোজ শাহ তুঘলক সম্রাট অশোকের স্তম্ভলিপি সেই প্রযুক্তিহীন দিনে মিরাট থেকে কীভাবে নদীপথে তাঁর নবনির্মিত রাজধানী দিল্লিতে নিয়ে এসেছিলেন এবং বহুদিন পর এক ইংরেজ সিভিলিয়ান জেমন প্রিনসেপ কেমন করে সেই স্তম্ভ¢লিপির পাঠোদ্ধারে সক্ষম হলেন সেই অসাধ্যসাধনের কাহিনি, ইংরেজ যুবরাজের আগমনে কেমন ব্যতিব্যস্ত হয়েছিল উনিশ শতকের কলকাতা নগরী কিংবা অতীতে বাঙালির সাহেব-ভজনার ও রসালো-প্রীতির হাল-হকিকত এ রকম কয়েকটি জানা, কম-জানা অথবা না-জানা ঐতিহাসিক প্রসঙ্গ সম্পর্কে পাঠক জানতে পারবেন এখান থেকে। ইতিহাসের জমকালো সিংহদুয়ারের কাহিনি যেমন এখানে আছে, তেমনি রয়েছে লুকিয়ে থাকা মলিন খিড়কি-দরজার আখ্যানও। খিড়কি থেকে সিংহদুয়ার অব্দি বিস্তৃত এই সব ঐতিহাসিক প্রসঙ্গ ইতিহাসের যথাযোগ্য মান্যসূত্র ও নির্ভরযোগ্য তথ্যাদির সাহায্য নিয়েই বিবৃত হয়েছে