কাছে দূরে

৳ 180.00

লেখক নিশো আল মামুন
প্রকাশক প্রতিভা প্রকাশ
আইএসবিএন
(ISBN)
9789849260301
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৯৪
সংস্কার 1st Edition , 2017
দেশ বাংলাদেশ

“কাছে দূরে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর বাড়ি ফিরছি আমি। ব্যস্ত শহর তবুও কী শূন্য মনে হচ্ছে। যখন বাড়িতে পৌঁছেছি তখন সন্ধ্যা। রাস্তায় হলুদ লাইটপােস্ট জ্বলে উঠেছে।
শাে শাে বাতাস বইছে।
পরিবর্তনহীন নগরের এই গলিতে হাঁটছি আমি। সেই একই এঁকে বেঁকে যাওয়া পিচঢালা পথ ধরে বাড়ি ফেরা। কত বছর পর বাড়ি ফিরছি! দরজার ওপাশে কেউ একজন আমার অপেক্ষার প্রহর গুনছে।
দরজায় টোকা দিয়ে ডেকে উঠলাম, মা!
যে দরজায় আমার স্পর্শ ও মা ডাকের মধুর কণ্ঠস্বর ছিল না। যে দরজার শিকলে, কবজায় মরচে পরে গেছে, আজ কত সহজেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। যেন একটি অবুঝ সন্তান দাড়িয়ে আছে মায়ের সামনে।
কালাে বুটের বারবার লাথি খেয়েও যে চোখ কখনাে বিন্দুমাত্র লাল হয়নি, সেই চোখ কত সহজেই ভিজে উঠলাে। মা’র সিঁথির কাছে একগাছি চুল পেকে গেছে! চোখের নিচে কালাে দাগ। চামড়া যেন মাংস থেকে ছেড়ে দিয়েছে। বহুদিন পর বাড়ি ফিরছি আমি। অনেক বদলে গেছে বাড়িটা। হাঁটতে হাঁটতে চোখে পড়ল দেয়াল ঘেঁষে, যে আমগাছটা আকাশ ছোঁয়ার স্পর্ধা নিয়ে বড় হয়েছিল। শ্যাওলা পড়েছিল। বহু প্রাচীন সেই গাছটা কোনাে এক কালবৈশাখী ঝড়ের রাতে ভেঙে গেছে।

নিশো আল মামুন ১৯৮৬ সালে জামালপুর, বকশিগঞ্জে জন্মগ্রহন করেন। বাবা মোঃ শাহজামাল (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ১১নং সেক্টর) এবং মা সুলতানা রাজিয়া। তিনি বাবা-মায়ের কনিষ্ঠ পুত্র। স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট বিষয়ে যুক্তরাজ্য থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।কলেজ জীবন থেকেই মেতে উঠেন গ্রুপ থিয়েটার নিয়ে। অমিমাংসীত সমাপ্তি (প্রকাশকাল ২০১২ সাল) উপন্যাসের মধ্য দিয়ে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ।তিনি ২০১৬ সালে আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) সহিত্য সম্মাননা লাভ করেন এবং ২০১৯ সালে পচ্চিমবঙ্গের ‘বাংলা মৈত্রী লেখক সংসদ সাহিত্য সম্মাননা’ লাভ করেন। নিশো আল মামুন এর প্রকাশিত উল্লেখ যোগ্য গ্রন্থের মাঝে রয়েছে অমিমাংসীত সমাপ্তি, ভোরের ঝরা ফুল,জ্যোৎস্নার বিয়ে, নিখিলের নায়ক, বসন্ত দুপুরের নীলাকাশ, গৃহত্যাগী জোছনা, নীল আকাশের নীচে, কছে দূরে,শেষ স্পর্শ, সুখের গহিনে শোক,নীল সপ্ন,জোছনায় ফুল ফুটেছে, মানুষছবি ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ