“ভালোবাসার উনুনঘর” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পৃথিবীর সকল নারীই প্রেমিকা, প্রেমিক সকল পুরষ। ভালােবেসে ভেতরে ভেতরেও উদ্ভ্রান্ত হয় নাই, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষ যখন ভালােবাসার মধ্যে থাকে, তখন পৃথিবীতে অনেক গল্প লেখা হয়। সে-সব গল্পের প্রেক্ষাপট ভিন্ন হলেও অনুভূতিটা কাছাকাছি। সে-গল্পগুলাে নিয়েই ভালােবাসার উনুনঘর।