গণিত-শিক্ষামূলক নানা কাজের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে একটি বইয়ের অভাব বােধ হতাে আমাদের। সেটি আমাদের ছাত্রজীবনে যেমন ছিল, তেমন বর্তমানেও। একজন রাজমিস্ত্রীর সঙ্গে যে ব্যক্তি যােগাড়ের কাজ করে তার যেমন সেই কাজের পরিভাষা-কর্ণিক, ওলন দড়ি, আদলা, তিনপােয়া ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা দরকার, তেমনই একজন শিক্ষার্থীর পরিচ্ছন্ন গণিত শিক্ষার জন্য গাণিতিক পরিভাষাগুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। গাণিতিক কোনাে প্রশ্নের সমাধান করতে গিয়ে হােক, আর গাণিতিক কোনাে প্রবন্ধ পড়তে গিয়ে হােক, গণিতে ব্যুৎপত্তি থাকা সত্ত্বেও আমাদের অনেক সময় থেমে যেতে হয় কেবল সেখানে ব্যবহৃত পরিভাষা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে। এই সব সমস্যা সমাধানের জন্য বাংলা ভাষায় গণিত অভিধান লেখার এই উদ্যোগ। আমরা জানি ‘ফ্যাক্টোরিয়াল’ কাকে বলে, কিন্তু ‘সাব-ফ্যাক্টোরিয়াল’ কি? ‘শিষ্ট সংখ্যা’ কাকে বলে? ‘গােগুল প্লেক্স’ কি? এসব জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে এই বইটিতে। হাতের কাছে বইটি থাকলে উপকৃত হবে যেমন শিক্ষার্থীরা, তেমন উপকৃত হবেন গণিত শিক্ষক-শিক্ষিকা, গণিতপ্রেমীও।