“শিশুর দূর্ঘটনা প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
শিশুকাল সর্বদাই আনন্দময়, সেই আনন্দে কখনাে কখনাে বিপত্তি ডেকে আনে ছােট-বড় কিছু দূর্ঘটনা। একটুখানি সতর্কতা শিশুর এসকল দূর্ঘটনা এড়ানাে সম্ভব। ছােট দূর্ঘটনার পর কিছু প্রাথমিক চিকিৎসার মাধ্যমে শিশুর বড় ধরণের ঝুঁকি এড়ানাে যায়; আবার বড় দূর্ঘটনার পর দ্রুত হাসপাতালে। স্থানান্তরের মাধ্যমে শিশুর মারাত্মক শারীরিক ও মানসিক দূর্ঘটনা এড়ানাে যায়।
শিশু দূর্ঘটনা এবং এতে শিশুমৃত্যু হাসের প্রয়াসে আমাদের এই ছােট্ট প্রচেষ্টা। প্রত্যেক পাঠকই একজন অভিবাবক। আশা করি, পাঠকরা উপকৃত হবেন। সুরক্ষিত থাকুক জাতির ভবিষ্যত।