“মধ্যরাতের হাসি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সৃজনসাহিত্যে নিজেকে অমর করে রাখার চেষ্টা প্রত্যেক লেখকেরই থাকে। ইচ্ছে থাকে বড় মাপের মানুষ হবার। এ জন্য দরকার সাধনা। নিরলস সাহিত্যচর্চা একজন লেখককে নিয়ে যেতে পারে নিশ্চিত সাফল্যের দিকে। এর ফলে একটা না একটা অবস্থান তাে তৈরি হয়েই যায়। তাই ধৈর্য নিয়ে লেখালেখির কাজটা চালিয়ে যেতে হয়। কেউ অমর হয়, কেউবা হারিয়ে যায়। মুহাম্মদ মিজানুর রহমান একজন তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পড়েছি, বিষয়বস্তুও ভালাে লেগেছে। সমকালীন চিন্তাচেতনা, ভাষাবৈচিত্র্যে চমৎকার নিশ্চয়ই। প্রথম দিকে কিছু সীমাবদ্ধতা থাকে, সময়ে এগুলাে কেটে যায়। তিনি নিজের লেখা দিয়ে পাঠককে মুগ্ধ করতে পারবেন। তার লেখায় সে শক্তি আছে। সময়ের কাছে নিজেকে যােগ্য প্রমাণ করা সময়ের ব্যাপার। সে জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হয়। তার প্রথম উপন্যাস মধ্যরাতের হাসি এরই ধারাবাহিকতা। পাঠকমনে সাড়া জাগাবে উপন্যাসটি।