দরজার দিকে ঘুরে তাকালাে সবাই। সেখানে দাড়িয়ে আছে টাইম ট্রাভেলার। তার অবস্থা ভয়াবহ। গায়ের কোটটি অত্যন্ত ময়লাযুক্ত। হাতার নিচের দিকে সবুজ আঠালাে দাগ। ফিলবির কাছে মনে হলাে তার চুলগুলাে আরাে বেশি বাদামি হয়ে গেছে। কিন্তু এটা কি চুলের রং পরিবর্তন না কি ধূলা-ময়লার প্রভাব, তা ঠিক বুঝতে পারছে না। টাইম ট্রাভেলারের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছে, ভূতের মতাে অনেকটা। তার চিবুকে গভীর কাটা দাগ এখনাে পুরােপুরি সারেনি। সবকিছু মিলে তার এক জরাজীর্ণ অবস্থা যেন ভয়াবহ কোনাে দুর্দশা কাটিয়ে এসেছে। দরজায় দাঁড়িয়ে সে কয়েক মুহূর্তের জন্য ইতস্তত করলাে। সম্ভবত রুমের আলােয় তার চোখ ধাধিয়ে গেছে। তারপর আস্তে আস্তে খুব কষ্টে রুমে প্রবেশ করেই বসে পড়লাে।