ফ্ল্যাপে লিখা কথা
তুষার-ঝরা এক শীতের রাতে গ্রামের পান্থশালায় এসে ওঠে এক আগন্তুক। তার আচার-আচরণ দেখে সন্দেহ জাগে পান্থশালার মালিকের মনে। লোকটি সারা শরীরে ব্যান্ডেজ বেঁধে চলে কেন? নিজেকে আড়াল করবার এত চেষ্টা কেন তার? কোনো অপরাধী পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না তো? লোকটিকে নিয়ে গ্রামবাসীরাও মেতে ওঠে তুমুল আলোচনায়। অবশেষ সব আড়াল সরিয় আত্মপ্রকাশ করে লোকটি। সে একজন অদৃশ্য মানুষ! সাড়া পড়ে যায় পুরো ইংল্যান্ড জুড়ে। রহস্যময় এই মানুষটিকে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।