শুধু কল্পবিজ্ঞানের রােমাঞ্চে নয়, তাত্ত্বিক এবং ব্যবহারিক পদার্থবিজ্ঞানের গবেষণাতেও কৃষ্ণবিবর বা ব্ল্যাক হােল এক অদ্ভুত রহস্যের জায়গা। আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এবং কোয়ান্টাম বলবিদ্যার আলােকে আমরা কৃষ্ণবিবরের তাত্ত্বিক চরিত্র সম্পর্কে যা জানতে পেরেছি এবং যা জানতে পারিনি, সেই বিষয়গুলােই এই বইয়ে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। মহাবিশ্বে কৃষ্ণবিবরের অনুসন্ধানের পদ্ধতি এবং কৃষ্ণবিবরের অনুসন্ধানে আমাদের অগ্রগতি সম্পর্কেও রয়েছে সংক্ষিপ্ত আলােচনা।