“বার্ধক্যে বসবাস” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
বার্ধক্যে নানা শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া বিরল নয়। পরিবারে এমন সদস্য থাকলে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। বিশেষ করে মানসিক সমস্যার ক্ষেত্রে এক ধরনের জড়তা ও লজ্জা কাজ করে আমাদের মাঝে। কিভাবে বার্ধক্যজনিত রােগে আক্রান্ত ব্যক্তিদের লক্ষ্য করতে হবে, তাঁদের সাথে মানিয়ে নিতে হবে, তাঁদের সেবা করতে হবে সে বিষয়ে আমরা ভরসা করি মূলত কমনসেন্স বা সাধারণ জ্ঞানের উপর। ক্রমশ যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারের দিকে অগ্রসর হওয়া সামাজিক কাঠামােতে ভুলে যাওয়া ঐতিহ্য এবং আধুনিক জ্ঞানহীনতা এ দুইয়ের ফলাফল আরাে ভয়াবহ। বার্ধক্যে বসবাস বইতে মাসুম আহমেদ পাটওয়ারী লিখেছেন এ সংক্রান্ত অভিজ্ঞতা ও গবেষণাপ্রসূত জ্ঞান যা প্রয়ােজনীয় হলেও এতদিন একটু আড়ালেই ছিল।