‘ফেরাআউনের গুপ্তধন’ লেখকের কথা সেকেন্ড ফ্ল্যাপে আজকাল লেখকের বেশি গুণগান করার সুযোগ নেই, কারণ হুমায়ূন আহমেদের। কল্যাণে মোটামুটি সবাই জেনে গেছে, এই অংশটা লেখক নিজেই লেখেন।
আমার জন্ম ১৯৯১ সালের ৭ এপ্রিল। সিরাজগঞ্জ আদি নিবাস, আজকাল ঢাকা নগরীতে বসবাস। লেখালেখি করি শখে বইয়ের সাথে থাকতে। ভালোবাসি তাই পেশাতেও জড়িয়ে আছে বই। পেশায় মূলত ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হলেও নিজেকে প্রচ্ছদশিল্পী হিসেবেই পরিচয় দিতে ভালো লাগে। এই বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে যার নাম লেখা, সেটা আমিই। এই বইতে আমার দুটো। হতভারই বিচ্ছুরণ ঘটাতে পেরে আমি যারপরনাই আনন্দিত! ভক্ষ্যতেও এই আনন্দে নিয়মিত আনন্দিত হতে।
প্রচ্ছদ ও নামলিপি
আবুল ফাতাহ