“দ্য এম্পেররস সোল” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
শাই একজন জালিয়াত, আর এই সাম্রাজ্যে সে পুরােদস্তুর একজন বিদেশিনী অর্থাৎ বাইরের লােক যে কিনা নিখুঁতভাবে কোনাে কিছুর হুবহু নকল বানিয়ে দিতে পারে এবং সেই জিনিসের পুরাে ইতিহাস উৎপত্তি সবকিছুই নতুনভাবে লিখে নতুন কোন রূপ দিতে পারে তার জাদুকরী হাতের স্পর্শে। সম্রাটের রাজদণ্ড চুরির প্রচেষ্টায় মৃত্যুদণ্ডের খড়গ মাথায় নিয়ে জেলে দিন কাটছিলাে তার, এমতাবস্থায় তাকে এমন একটা সুযোগ দেয়া হয়, যেই সুযােগে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। কী ছিল সেই সুবােগ? সম্রাজ্যে জালিয়াতি একটা অপমানজনক এবং নিকৃষ্ট জ্ঞানের চর্ম হলেও শাইয়ের ডাক পড়ে মৃতপ্রায় সম্রাটের জন্য নতুন আত্মা বানাতে।
জাদু আর রাজনৈতিক ষড়যন্ত্রে আপনি যেমন উদ্বেলিত হবেন ঠিক তেমনি অতি কৌশলে নির্মাণ করা এই ফ্যান্টাসি আপনাকে ভুতুড়ে কল্পনা আর খােশ খেয়ালের – ঈশ্বত থেকে ঘুরিয়ে আনবে।