এ জগৎ আসলেই প্রেমময়। মানবজীবন প্রেমের বন্ধনে আবদ্ধ। প্রেমের কবি রােমান্টিকতার অনবদ্য ছন্দে মানব-মানবীর প্রেমের চিরায়ত রূপকে ফুটিয়ে তুলেছেন তাঁর কবিতায়। মানবজীবনে প্রেমের বিচ্ছেদ থেকে মিলন, দ্বন্দ্ব-সংঘাত, হৃদয়ের দোলাচলবৃত্তি, কামনা, বাসনা, আক্ষেপ, আবেগ ও অভিমানের প্রতিটি মুহূর্তকে কবি তাঁর লেখনীর মাধুর্য দিয়ে আলপনার রঙে আঁকা ডালিতে সাজিয়ে উপস্থাপন করেছেন। আমাদের সামনে। নব নব সৃষ্টির অপূর্ব বৈচিত্র্যে বিস্মিত কবি মানুষের প্রেমের চিরায়ত বিষয়গুলােকে সময়ােপযােগী করে মিষ্ট লেখনীর মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন।