মানুষ, মানবতা ও মনুষ্যত্ব সবই একসূত্রে গাঁথা। মানবতার জয়গানে মুখরিত কবি তাঁর প্রতিটি চরণে মানবতার জয়গান করেছেন। জাগতিক সকল কিছুর ঊর্ধ্বে মানুষের অবস্থান, মানবতার অবস্থান তা প্রকাশ করেছেন, অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেছেন সমাজজীবনের অসারতার কথা। সাবলীল ভঙ্গিতে তিনি মানবতার সর্বজনীন আবেদনকে তুলে ধরেছেন তাঁর প্রতিটি লেখনীতে। মানবতা ও মানবপ্রেম যে চিরায়ত, তার সার্থক রূপের প্রতিফলন ঘটিয়েছেন কবি; প্রশ্নবাণে জর্জরিত করেছেন সামাজিক অবক্ষয়ের; সুপারিশ করেছেন মানবতার স্লোগানে উদ্ভাসিত সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের।