“করতলে মহাদেশ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
‘করতলে মহাদেশ’ কথাটি ওঅল্ট হুইটম্যান-এর কবিতা থেকে নেওয়া। কবিতা, বাংলা কবিতা ও বিশ্ব-কবিতা সম্বন্ধে একটি জাগৃতি ভিতরে-ভিতরে কাজ করে গেছে এই প্রবন্ধাবলিতে : তাই এই নামকরণ। এই নামের ভিতর দিয়ে সেই বিস্ময় এখানে জানাতে চাই, যেখানে ছোটো একমুঠো করতল বিশাল বিশ্বকে ধারণ করে, চৈতন্য চরাচরকে। বছর পঁচিশের প্রবন্ধ-প্রচয় থেকে কবি ও কবিতা বিষয় এই আলোচনাগুলি সংকলিত হলো। আনন্দই ছিলো এসবের প্রধান উপচার। দু-চারজন পাঠকের মধ্যে যদি সেই আনন্দ সঞ্চার করতে পারি, তাহলেই খুশি হবো।” আবদুল মান্নান সৈয়দ