মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা, ফুটিয়ে তুলেছেন অন্তরের অন্তস্তলে লুকিয়ে থাকা জমাট ব্যথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না— সেই বােধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে। মানবপ্রেমে উদ্বুদ্ধ সত্য ও শাশ্বত জ্ঞানের আলােকে সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্ন দেখেছেন ঐশীপ্রেমের আলােয় উদ্ভাসিত সুখী ও সমৃদ্ধ দেশ ও সমাজ গড়ার, প্রশ্নের বিদ্রুপ বাণে জর্জরিত করেছেন সমাজের নানা অন্যায় ও অসংগতির, তুলে ধরেছেন সমাজের নানা অসারতার কথা। আবার একইসাথে কবি স্বপ্ন দেখিয়েছেন ভালােবাসার ভালােলাগার নানারকম অনুভূতির যা মানুষের হৃদয়কে নিমেষেই ছুঁয়ে যায় গভীরে।