হঠাৎ স্মৃতি হারিয়ে টুম্পা নামের অচেনা অজানা এক মেয়ের ফ্ল্যাটে আশ্রয় নেয় রানা। তারপর পরিচয় হয় টুম্পার বান্ধবী প্রীতির সাথে। যার অস্বাভাবিক ব্যবহার ভীতিগ্রস্ত করে তুলে সবাইকে। অজানা এক ভয়ে থাকে মেয়েটা। কিন্তু রানার সংস্পর্শে এসে স্বাভাবিক হয়ে যায় সে। পরিচয় হয় টুম্পার আরেক বান্ধবী সুবর্ণার সাথে। সবাইকে নিয়ে রানা যায় তেজগাঁওয়ের মণিপুরী এলাকার এক খ্রিস্টান বাড়িতে, যেখানে খুন করা হয় রানার খুব কাছের এক বন্ধু শিরিনকে। শিরিনের খুনের রহস্য উদঘাটনে রানা এতদিন স্মৃতিশক্তি হারানোর নাটক করে আসছে। তারপর সামনে প্রায় দুহাজার বছর পুরনো এক স্বর্ণমূর্তির রহস্য। কী সম্পর্ক এই মূর্তির সাথে শিরিনের মৃত্যুর?