চেকের দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকলাে সাইকা। এমন বিশাল অঙ্কের চেক সে কোনােদিন দেখেনি। এই প্রথমবারের জন্য ওর মনে হলাে প্রকৃত ভালােবাসার কাছে ডলার, টাকা, হীরা, জহরত কোনাে মূল্য রাখে না। সাইকা কেসটা নিলাে। ১৪ দিনে ফাসির আসামীকে নির্দোষ প্রমাণ করা কঠিন জেনেও কেসটা নিলাে।