হাইকেল হাশমির কবিতা স্বতঃস্ফূর্ত সরল ভাষায় বর্ণিত গভীর বোধের অনুরণন।তাঁর সহজাত কবিপ্রতিভা তাকে কবিতামাতাল করেছে,এতে কোনো সন্দেহ নেই।তাঁর কবিতা বাস্তব জীবনের এক প্রকার ভাবানুবাদ।জীবনকে গভীরভাবে স্পর্শ করে তাঁর কবিতা।সাহিত্যপাঠের বিপুল অভিজ্ঞতা তাঁকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে।তিনি যে বিবিধ ভাষার কবিতার একজন মগ্ন পাঠক,তা তাঁর কবিতায় বিধৃত।তিনি কয়েকটি ভাষার সুপণ্ডিত।জ্ঞাত ভাষার অনুবাদের নেশাও তাঁর প্রবল।এমনকি আত্নস্থ ভাষাগুলোয় তিনি তিনি মৌলিক কবিতা রচনায়ও সিদ্ধহস্ত তিনি ।তবে তিনি বাংলায় কবিতা বাংলায় কবিতা লিখতে পছন্দ করেন অধিক।এর বাইরে রচনা করেন ছোটগল্প।তার মৌলিক কবিতা,কথাসাহিত্য ও অনুবাদ বাংলাদেশের প্রথম শ্রেনির অধিকাংশ পত্রিকায় মুদ্রিত হচ্ছে।সাম্প্রতিক বছরগুলোতে তিনি গভীরভাবে কতিামগ্ন এক জীবন বেছে নিয়েছেন।’শব্দের রক্তক্ষরণ’ এই কবিতাক্রান্ত সময়েরই এক সমস্বর।