রিয়াজ ফাহমী রচিত ‘নিভৃতে’ একটি সমকালীন উপন্যাস। গল্পটি উত্তম পুরুষে রচিত।
গল্পটির মূল চরিত্র শিক্ষক হিসেবে উপস্থিত হন মফস্বলের এক কলেজে। একা থাকেন। সময় কাটে কলেজের অধ্যক্ষ রহমান সাহেবের জীবনের গল্প শুনে আর পাখি দেখে। মাঝে মাঝে রেনুমার সাথে ফেলে আসা প্রেম আর সৌমিত্রের সাথে বন্ধুত্বের স্মৃতি তাঁকে নস্টালজিক করে তোলে।
অকস্মাৎ এক রাতে কলেজের এক ছাত্রী হেনা বিয়ের আসর থেকে পালিয়ে উপস্থিত হয় তাঁর রুমে। রহস্য আর বিপদের শুরু ঠিক তখন থেকেই। সেই বিপদ থেকে বাঁচাতে বহু বছর পর ফিরে আসে সৌমিত্র । হেনা, রেনুমা আর সৌমিত্রকে ঘিরে ঘটতে থাকে অভাবনীয় সব ঘটনা।
উপন্যাসটিতে রহমান সাহেবের জীবনের গল্পটি অসাধারণ। প্রেমিকার সাথে তাঁর প্রথম দেখা মৃতশয্যায় – কাফনে মোড়ানো সেই মুখের প্রেমে পড়ে যান তিনি, হয়তো নিজের নৈতিকতার পীড়ন থেকে।প্লেটনিক এই গল্পটা খুবই অনন্য এই উপন্যাসে!
মোটামুটি তিনটি ভিন্ন প্রেম নিয়ে লেখা এই উপন্যাসে ভিন্নতা আছে প্রতিটি গল্পে আর চরিত্রে!