রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিশোর গল্প এক মলাটে। এই সংকলনের ‘বলাই’, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’, ‘কাবুলিওয়ালা’, ‘ছুটি’ বাংলা সাহিত্যর অন্যতম সাড়া জাগানো পাঠকপ্রিয় গল্প। প্রকৃতিবিষয়ক গল্পের মধ্যে ‘বলাই’ উল্লেখযোগ্য। এ গল্পে প্রকৃতির সাথে মানব মনের একটি নিগুঢ় সম্পর্ক রূপায়িত হয়েছে। মানবজীবনের সম্পর্কবৈচিত্র নিয়ে রচিত গল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘কাবুলিওয়ালা’, ‘ছুটি’, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ ইত্যাদি। অতিপ্রাকৃত রসের স্পর্শ লেগেছে ‘গুপ্তধন’ গল্পে। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম সার্থকভাবে বাংলা ছোটগল্পকে বিশ্বসাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। রূপক বা সাঙ্কেতিক গল্পে কোনো রূপক বা প্রতীকের আড়ালে সর্বজনীন সত্যের প্রকাশ ঘটে। ‘গুপ্তধন’ এ শ্রেণীর উল্লেখযোগ্য গল্প। এ গল্পগুলোর মাঝে রবীন্দ্রনাথের ছেলেবেলার ব্যক্তিজীবন নিবিড়ভাবে জড়িয়ে আছে। এইসব গল্পের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বিচিত্রভাবে নিজেকে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ তাঁর গল্পের ভিতর দিয়েই শিশুমনের মাধুর্যমহিমায় সকলকে একসূত্রে গেঁথেছেন।