বলা নেই কওয়া নেই, হুট করেই তরঙ্গের বাবা মা তার বিয়ে ঠিক করে ফেলে। অনাহূত এই সম্পর্ক এড়াতে একদিন সবার অগোচরে তাই ট্রেনে চেপে তরঙ্গ রওনা হয় তার মনের মানুষের বাড়ি যাবে বলে। কিন্তু পথে পরিচয় হয় তূর্য নামের এক অদ্ভূত আধপাগলা ছেলের সঙ্গে, যে তার থেকে বাঁধা নিস্তরঙ্গ জীবনের সবটাই এলোমেলো করে দেয়। রহস্যের রোমাঞ্চকর সব জট খুলতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে তরঙ্গ। একদিকে তার দীর্ঘ এক বছরের প্রেম রাতুল, অন্যদিকে সদ্য পরিচিত এলোমেলো স্বভাবের তূর্য… কাকে বিশ্বাস করবে সে? নাকি ঘরের মেয়ে ঘরেই ফিরে যাবে?