দেখা শহরের অদেখা গল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
অমল দা’র কান্না শুনে মন চাচ্ছিল, তাকে বুকে জড়িয়ে নিই। কিন্তু তা তাে সম্ভব না। মানুষে মানুষে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। শুধু তাকে সান্ত্বনা দিলাম, “দাদা, এই মহামারী বেশি দিন থাকবে না। আপনি আবার স্টল চালু করতে পারবেন, আমি আবার ভার্সিটিতে যেতে পারব। আপনার শরীরে আবার শহরের ধুলােবালি আপনাকে মিশকালাে করে তুলবে। আমার লেখা ‘দেখা শহরের অদেখা গল্প’ পত্রিকায় ছাপা হবে। আপনি পত্রিকা রেখে দিবেন। আমার লেখা পড়বেন। আমি ফেরার পথে পত্রিকা নিয়ে বাড়ি ফিরব। আপনার সাথে আবারও দাঁড়িয়ে গল্প করব- এই শহরে আমরা কেন এসেছিলাম?