তুমি নেই কীসে
তুমি কোথায় নেই মাবুদ
ভেবে না পাই আমি,
কোথায় গেলে পাবো তোমায়
ওগো জগৎ স্বামী।
ফুলে-ফলে মিশে আছো
আছো চন্দ্র-সূর্যতে,
সবই তোমার সৃষ্টি প্রভু
তুমি নেই কীসে।
তুমি বীজ থেকে বৃক্ষ করো
ডিম থেকে বাচ্চাকে,
রাত-দিন তুমিই করো
বিশ্ব চলে তোমার ইশারাতে।
বাবুই পাখিকে বুনতে বাসা
কে শিখিয়েছে তারে,
ফুলের মধু কেমন করে
মৌমাছি নিতে পারে।
তুমি স্রষ্টা হয়ে সৃষ্টির মাঝে
গোপন হয়ে আছো,
তাই সবাই চলে ধরায়
নিয়মের ভেতরে।
আমি তাই মিছে মিছে
খুঁজি অন্যত্রে,
তুমি আছো ঢুব দিয়ে
কলবের ভেতরে।