“উপন্যাস ত্রয়ী” বইয়ের ফ্ল্যাপে লিখা
পর্দার অন্তরালে থেকেই বহুমাত্রিক লেখক মােজাম্মেল হক নিয়ােগী নিরলসভাবে লিখছেন, লিখে যাচ্ছেন। একটি দুটি করে বইয়ের সংখ্যা সেঞ্চুরি পার হয়েছে অনেক আগেই। উপন্যাস ত্রয়ী মানেই তিনটি উপন্যাসের এক মলাটে বাধা। সমকালীন প্রেক্ষাপটে নগরের আবাসিক পতিতাবৃত্তির জীবন্ত চিত্র, নিপাট প্রেমের চিত্তাকর্ষক উপস্থাপনা এবং যুদ্ধকন্যা ও সমাজ বাস্তবতার নিখুঁত ছবি বিধৃত হয়েছে এই ত্রয়ীতে। লেখকের নির্মোহ ও তীক্ষ্ণ অন্তর্দৃষ্টিতে ধরা পড়েছে সময়ের ও সমাজের ভাঁজে ভাঁজে জমে থাকা সুখ-দুঃখ, ক্লেদ ও যন্ত্রণার চিত্র। গ্রাম ও নগর জীবনকে নিপুণভাবে ফুটিয়ে তােলার দক্ষতার প্রমাণ রেখেছেন উপন্যাসগুলােতে। পাশাপাশি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যেকোনাে পাঠককেই আকৃষ্ট করার মতাে উপাদান উপন্যাস ত্রয়ীতে বিদ্যামান।
-প্রকাশক