তারিকুল ইসলাম লিমনের সাহিত্যে পদার্পণ কাব্য চর্চার মাধ্যমে হলেও ছোট গল্পের পাঠক প্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে তিনি তার প্রথম এবং একক গল্পগ্রন্থ ‘যে চাঁদের কলঙ্ক নেই’ প্রকাশ করছেন। ইতোমধ্যে তাঁর লেখা বিভিন্ন অনলাইন পত্রিকা, দৈনিক পত্রিকা এবং ম্যাগাজিনে পাঠক প্রিয়তা পেয়েছে।
মোট ১৪টি গল্প স্থান পেয়েছে এই বইটিতে। গল্পের বিষয়বস্তু প্রেম, রহস্য, মুক্তিযুদ্ধ আর আমাদের যাপিত জীবনের সুখ দু:খ।
সাহিত্যের সকল শাখায় রয়েছে তার সমান দখল। লেখক তারিকুল ইসলাম লিমন সুদিনের স্বপ্ন দেখতে ভালোবাসেন। ভালোবাসেন পাঠকদেরও স্বপ্ন দেখাতে।