জীবনের ঐশ্বর্য বা রিক্ততার দৃশ্যপট ফুটে ওঠে একজন লেখকের সুনিপুণ কলমে। জীবনে এমন কিছু সত্য থাকে যা কারো কাছে প্রকাশ করা যায় না বা মানুষ প্রকাশ করতে চায় না। এই বইটি এমন কিছু বাস্তব সত্য প্রকাশের সাহসী প্রয়াস। একজনের অভিজ্ঞতা অপরজনকে অভিজ্ঞ করে তোলে, এমন বিশ্বাস থেকে এ সৃজন প্রচেষ্টা। আমাদের এ সমাজ মাঝে মাঝে হৃদয়হীনের মত কারো কারো জীবনে তিক্ততার ইতিহাস রচনা করে। এই তিক্ততার ইতিহাস সভ্য সমাজের অনেকের কাছে হয়তো-বা অবিশ্বাস্য। এ সকল বাস্তব সত্যের সঙ্গে শিল্প-সত্য মিলিয়ে একজন লেখকের সংবেদনশীলতার নির্যাস দক্ষ হাতের কারুকাজে অসাধারণ এক কাহিনি হয়ে ওঠে। যে চাঁদ সমুদ্রে জোয়ার জাগায়, সেই চাঁদ যেমন তার ক্ষমতা সম্পর্কে কোনদিন জানতেও পারে না, তেমনি যে নারীর প্রেরণায় বিশ্বসভ্যতা আজ বিকশিত, সে নারী প্রায়শই প্রেরণায় তার প্রাপ্য মর্যাদা পায় না। প্রদীপশিখা অন্ধকারকে বিদীর্ণ করে চার দিক আলোকিত করলেও তার ঠিক নিচে থাকা অন্ধকারকে বিলীন করতে পারে না। তেমনি আমাদের নারী সমাজ তার কাছের মানুষকে সুখী করতে গিয়ে তার একান্ত নারী সত্তার প্রতি অবিচার ও চিরদুঃখের ইতিহাস রচনা করে। আবহমান বাংলার নারী জীবনের চিত্রকল্প বাহ্যিক দৃষ্টিতে অনেক ঐশ্বর্য্যম-িত দেখালেও তার আপন সত্তায় বিচরণ করে রক্তিম রিক্ততা। জীবনের কোনো এক অংশের অপ্রাপ্তি পুরো জীবনকে কীভাবে নিঃস্ব করে দেয় তারই একটি প্রতিচ্ছবি হলো- বেদনার নীল আকাশ।