অভাবে ঘেরা একটি সংসার। সেই সংসারের একমাত্র ভরসা সীমান্ত। এই মানুষটার হাত ধরে একদিন এই সংসারে সুখ-স্বচ্ছলতা আসবে এমন স্বপ্ন নিয়েই বেঁচে আছে এই সংসারের মানুষগুলো৷ অথচ এই অপেক্ষা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিলো। গ্র্যাজুয়েট হওয়া সত্বেও চাকরি যোগাড় হচ্ছিলো না কিছুতেই৷ দায়িত্বের ভার, অনিশ্চিত ভবিষ্যৎ আর অভাব অনটনের টানাপোড়েনে জীবনে বিষিয়ে যাচ্ছিলো। ধূসর এই জীবন থেকে যখন সমস্ত আশা হারিয়ে যাচ্ছিলো ঠিক তখনই অনন্যা এলো তার জীবনে রংধনু হয়ে। ভালোবেসে আপন রঙে একটু একটু করে রাঙিয়ে দিতে লাগলো সীমান্তের ধূসর রঙের জীবনটাকে। এই রংধনুকে আগলে ধরে নতুন করে সুখী হওয়ার সাধ জাগে সীমান্তের, বাঁচতে ইচ্ছে হয় বহুবছর। হরেক রকম রঙীন স্বপ্ন বুনতে থাকে তাকে ঘিরে। গল্পের শেষ অবধি কি স্বপ্নগুলো রঙীনই থাকবে? অনন্যা নামের সেই রংধনুকে আগলে বহুবছর বাঁচার সাধ পূরণ হবে?