গ্রামের এক বাংলোতে পরিবারসহ ঘুরতে এসে একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে লাগলো শাহরিয়ার। বাংলোর পেছনের দিকে ঘুরতে এসে এক হতাশাগ্রস্ত লেখকের সাথে পরিচয় হল ছোট মিমের। সদ্য প্রেমের বিচ্ছেদে হতাশ লেখক জাহিদ ঘুরে বেড়ায় পথ প্রান্তরে। কী যেন সে বলতে চায় তার ছোট বান্ধবীকে। প্রতি রাতেই বাংলোর পেছনে গাঁজার আসর বসায় দারোয়ান মনা মিয়া। কেমন যেন অদ্ভুতভাবে হাসে কেয়ারটেকার লাইলি। হাসিতে কী যেন লুকিয়ে আছে তার। অনেক দূর থেকে ভেসে আসে কার যেন কান্নার আওয়াজ। বাংলোর অদ্ভুত প্রাণবৈচিত্র্য দেখে অবাক হয় মাহিয়া, কিন্তু সমস্যাটা ধরতে পারে না। ভয়ার্ত শাহরিয়ার পরিকল্পনা করতে থাকে। তার পরিকল্পনায় সঙ্গি হয় মনা। ঘুম থেকে মিমকে ডেকে তুলে জাহিদ। তারপর তাকে নিয়ে ছুটে জঙ্গলে। কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে যেন। মিম কি পারবে সেটা থামাতে? মরে যায় নক্ষত্রেরা, উত্তর নিয়ে আহ্বান করছে তার শীতল অন্ধকার এক ভয়ার্ত জগতে।