“অবিনাশ ভালো ছেলে সে যে সত্যিই ভালো, সে কথা তার মতো করে আর কেই বা জানে জানলে অথবা মানলে অবিনাশ ধুলো হয়ে যেত মিশে যেত বাতাসে বাতাসে যুদ্ধ শুরু হবে কেন? যুদ্ধ তো চলছে। যেদিন থেকে মন চিনেছে মস্তিস্ক, সেদিন থেকেই। মানুষ ঠিক যতটা মানুষ হতে পারে ততটাই অবিনাশ। এদিকে অবিনাশের সাধের দিনলিপি গিয়েছে হারিয়ে। হদিশ যখন মিলছে তখন আস্ত না। ছিঁড়ে ছুটে এদিক ওদিক। বহুকষ্টে খুঁজে পেতে জোড়ার আপ্রান চেষ্টা সত্বেও অনুত্ব থেকে যাচ্ছে বারে বারে। অণুতেই পদার্থের রাসায়নিক ধর্ম ধরা থাকে। জুড়তে জুড়তে শুধু সময় পেরিয়ে যায়। অতএব ভেঙে ভেঙে অণুতেই থাক অবিনাশ- অবিনাশের জবানিতেই কাব্যপোন্যাস ‘বোঝা না-বোঝা বৃত্ত’।”