সৃজনশীলতার পূর্ব শর্ত হলো প্রাণ। সেই প্রাণ থেকে ফোয়ারার মতো উচ্ছ্বসিত হয় সামগ্রিক সৌন্দর্য। এখানে ব্যাকরণের অব্যাকরণের প্রসঙ্গ টেনে না আনাই উত্তম ।
এই সব শাস্ত্রীয় পরিধিকে পাত্তা না দিয়ে একরামুল হকের প্রাণের পেয়ালা প্রাচুর্যে আর সৌরভে অতিক্রম করেছে তার অন্তরের সীমানা। উপচে পড়েছে পাঠকের টেবিলে। তারপর তাদের আত্মায়। এটাই ভার সামর্থের যৌক্তিক অর্থ। পারঙ্গমতার জন্য, সিদ্ধির সাহচার্য লাভের জন্য তাকে পেরোতে হবে অনেকটা পথ । সে পথ হবে তার একলার ।
আমি আমাদের কবিতায় তার আগমনকে স্বাগত জানাই।