ইসলামের মূল স্তম্ভ পাঁচটি- কালেমা, নামায, রোজা, হজ্জ, যাকাত। শেষের দু’টিতে সামর্থ্যের সংগতির সীমাবদ্ধতা রয়েছে; তবে প্রথম তিনটি আমল করা আবশ্যকীয় বিষয়। প্রথম তিনটি স্তম্ভের মধ্যে আবার নামায প্রতিটির সাথেই সংশ্লিষ্ট এবং গুরুত্বপূর্ণ। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নামায আমল করার যেমন গুরুত্ব রয়েছে তেমনি সঠিকভাবে নামায আদায়ের বাধ্যবাধকতাও রয়েছে। নামায আদায়ের ক্ষেত্রে পদ্ধতিগত ভুলের কারণে আপনার আমল বিফলে যেতে পারে। যে কারণে নামায শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। মনে রাখা দরকার যে, না জেনে দু-একবার অনুকরণে নামায পড়তে পারবেন কিন্তু বারবার নয়। বারবার পড়লে সেটা ইচ্ছাকৃত ভুল বলেই গণ্য হবে। সুতরাং নামায আমল করতে যথাযথ নিয়মে নামায শিক্ষা করে নেয়াটা প্রকৃত মু’মিনের কাজ বলেই আমি মনে করি। আমাদের প্রাসঙ্গিক ‘কোরআন-হাদিসের আলোকে সহীহ্ নামায শিক্ষা’ গ্রন্থটি মু’মিনদের সেই চাহিদা মেটাতে সক্ষম। মুমিনদের প্রয়োজন মেটানো এবং মুসলিম উম্মাহ্র প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে লেখকের এই কষ্টসাধ্য প্রয়াসকে আমি স্বাগত জানাই। প্রকাশক