মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের এবং জাতিগত চেতনার মানদণ্ড নির্ণায়ক। এই ভূমির মানুষই এই চেতনার সপক্ষ এবং বিপক্ষ হেয়েছিল। বিপক্ষ চেতনার মানুষগুলো নানাভাবে ক্ষতিগ্রস্থ করেছে এ দেশকে-সে তালিকায় আছে মুক্তিকামী মানুষের জীবন, মা-বোনেদের সম্ভ্রমসহ বহু নেতিবাচকতা। সমকালের প্রতিটি ঘটনা এক একটি গল্প অথবা ইতিহাস। সেইসব ইতিহাস ছোঁয়া গল্প নিয়েই ‘মুক্তিযুদ্ধের গল্প:ইতিহাস অথবা ইতিহাসের ছায়া’। আশা করি প্রতিটি গল্পই আমাদের চিন্তাকে নাড়া দেবে। অনুধাবনে আসবে আমাদের মুক্তিযুদ্ধের চিত্র।