যুগে যুগে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অনেক কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক। তাঁরা আপন প্রতিভার দ্যুতিতে নিজেদের জীবনকে যেমন উদ্ভাসিত করেছেন, তেমনি এদেশের মানুষকেও আলোকিত করার মহান ব্রতে থেকেছেন সচেষ্ট। আমরা তাঁদের লেখা পড়ি। সেইসব লেখা আমাদের মুগ্ধও করে। আমরা হাসি, কাঁদি, আলোড়িত হই। নতুন জীবনবোধে উজ্জীবিত হই। তাঁদের লেখা আমাদের আলোকিত করে, মনের বদ্ধ দুয়ার উন্মুক্ত করে দেয়, ভাবতে শেখায় ভাবনা জাগায়। আমাদের অন্তর্দৃষ্টি খুলে দিতে সাহায্য করে তাঁদের রচনা। মাছি যেমন তার পুঞ্জাক্ষি দিয়ে সামনে, পেছনে, ডানে, বায়ে চতুর্দিকে দেখতে পায়, সৃজনশীল ও মননশীল এইসব লেখকের সৃষ্টি তেমনি আমাদের মনোজগতে তৈরি করে অজস্র পুঞ্জাক্ষি । এইসব লেখক-কবি, যাঁরা আমাদের পথ দেখিয়ে চলেছেন কাল থেকে কালান্তরে, পৌঁছে দিচ্ছেন শেকড় থেকে শিখরে, তাঁদের সম্পর্কে কতটুকইবা জানি আমরা! কোথায় জন্মেছেন, তাঁদের পৈতৃক ভিটা কোথায়, কী পরিবেশে তাঁরা বড় হয়েছেন, শৈশব-কৈশোরের অম্লমধুর সময় কাটিয়েছেন কীভাবে, কী প্রতিবন্ধকতা অতিক্রম করে তাঁরা বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন সেটি কি আমরা জানি ?
আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এমন একুশজন কবি-লেখকের শেকড়ের সন্ধান সংকলিত হলো এ গ্রন্থে। আশা করা যায়, সকল বয়স, শ্রেণি ও পেশার বাঙালিকে, বিশেষ করে কিশোর-তরুণ ছাত্রছাত্রীদের এই গ্রন্থটি স্বদেশপ্রেমে উজ্জীবিত করবে, আপন সংস্কৃতির শেকড়ের সন্ধান দিবে।