“মামলাতন্ত্র” শব্দটি আমাদের নিজেদের বানানো। এর ইংরেজি করা যেতে পারে ‘litigationism’ মামলাতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখাসে মামলা নিজেই একটি শাস্তি। মামলাতান্ত্রিক ব্যবস্থায় মামলা বিবাদ নিরসনের কোনো উপায় বা মাধ্যম নয়, বরং মামলা দিয়ে প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করা যায় সে উদ্দেশ্যে বিচারব্যবস্থা ও আদালত প্রশাসনকে ব্যববহার করা হয়। মামলাতন্ত্র, লিগ্যালইস্যু ১৭তম সংখ্যা্ ৩৫ লাখ ঝুলন্ত মামলার খতিয়ান