মুনা একটা প্রবলেম নিয়ে আসছি, তোরে একটু বিরক্ত করবো মা! বল কী প্রবলেম?
আমার একটা গুপ্তধন আছে মানে অনেক দামি।
চাচ্চুর কথা শুনে মুনা চোখ বড় বড় করে চাচ্চুর দিকে তাকিয়ে থাকতেই চাচ্চু বলে উঠল আবার,
আরে এই ভাবে তাকিয়ে থাকিস না। আমার কথাটা মনোযোগ দিয়ে শোন।