‘আঁধারের আলপনা’ জীবনের কিছু একান্ত উপলব্ধির কথা, একান্ত অনুভবের কথা, জীবনের শিক্ষার কথা। জীবন একেক মানুষের কাছে একেক রূপে প্রতীয়মান হয়। আমার ভাবনার পৃথিবীকে দেখাতে চেয়েছি নিজস্ব আঙ্গিকে। কিছু কথা দু’লাইনেরও হতে পারে, কিন্তু তার গভীরতা অনেক। পাঠক সে মর্মার্থ উদ্ধার করে নেবেন নিজের মনের আয়না দিয়ে।