সূর্যের আলো এসে পড়েছে সমুদ্র জলের উপর। ঝিকমিক করছে সে জল। অথৈ ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। তুমি নেই যে পাশে; তোমার হাত ধরে বুঝি হাঁটছে অন্য কেউ? এই মৃদুমন্দ বাতাস, এই সুবিশাল সমুদ্র আমাই বারেবারে ডাকে, চুপিচুপি বলে এখানে এসো, ধারণ করে হৃদয়ে আস্ত এক সমুদ্র হৃদয়ে মাখি এই সুন্দর পৃথিবীর যায়, কেটে যায় বেলা! মুহূর্তের অভিমান ভুলে চলো হারিয়ে যায় দূর পাহাড়ের দেশে। যেখানে টুপটাপ শব্দে হাদয়ে বেজে ওঠে সুর, বাতাসে তখন কেবলই স্পর্শের ঘ্রাণ।