যদি দুটি কথা তোমায় নিয়ে নাই লিখতে পারি তবে কেন মিছে কবিতা লিখি? অন্তবিহীন ভালোলাগা পেখম মেলে হয়ে যাক এক ময়ূরী। কবিতার উপমাগুলো ডানা মেলে হয়ে যাক এক জোড়া হংস মিথুন।
ভালোবাসার জলকেলি যেন সন্তরণে মত্ত, নীলময়ূরী মধুছন্দায় পেখম মেলে নৃত্যলীলায়, আমি লিখে ফেলি প্রেমময় কাব্য। যদি তোমায় নিয়ে দুটি কথা নাই লিখতে পারি তবে কেন মিছে কবিতা লিখি? তোমার দেয়া ভালোবাসার নাম দিয়েছি অধরা মাধুরী! ঠিক যেন প্রোথিত হয়েছে আমার হৃদয়ে একটি বীজের মতো।
অধরা মাধুরী এক ভালোবাসার হৃদয় বৃক্ষ! ডালপালা ছড়ানো প্রেমের বিস্তৃত আকাশ, তোমার অসীম ভালোবাসা জল ছড়ায় সেই বৃক্ষে, রূপকথার দোয়েল পাখী শিষ দিয়ে বলে ভালোবাসি! আমি চেয়ে চেয়ে দেখি অধরা মাধুরী বৃক্ষে ছোট্ট একটা কুঁড়ি এসেছে, প্রেমের কবিতাটি বুঝি এবার লেখা হয়ে গেল আমার।