‘মনের ডায়েরি’ নামটা শুনলে কারো মনে প্রশ্ন জাগতে পারে এটা আবার কেমন নাম হলো ! ‘জীবনের ডায়েরি’, ‘মনের কথা’, ‘মনের জানালা’, ‘মনের ভাবনা’ এইরকম কত নামই তো রাখা যেত। সবকিছু ছাপিয়ে নামটা কেন ‘মনের ডায়েরি’ রাখা হলো। এই নামটা রাখার প্রধান কারণ হলো মনের কোণে আঁকিবুঁকি কাটা একটা সুনির্দিষ্ট সময়ের বিভিন্ন খেয়াল বা ভাবনাগুলোকে তারিখ উল্লেখপূর্বক এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে। লেখাগুলো পড়লে পাঠকদের মনে হবে তারা যেন লেখকের মনের ডায়েরি পড়ছেন। আর তারিখটা কিছু লেখার প্রেক্ষাপটের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, এটা পাঠকদের লেখার পটভ‚মিটা বুঝতে সাহায্য করবে। এই গ্রন্থের লেখাগুলো ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে লেখা হয়েছে। তাই অনেক লেখার মধ্যে করোনার প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে বর্ণিত ছোট ছোট লেখাগুলো আশা করি পাঠকদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজে লাগবে, তাদের মনের দরজা খুলে দেবে এবং অনেক কিছু ভিন্নভাবে ভাবতে সহায়তা করবে।