১৯৬০ কি ৬২ সাল, ঢাকারই একটি গ্রামে বসে একজন প্রৌঢ় একটি গল্প বলছেন। নিজের জীবনের বিচিত্র এক অভিজ্ঞতার গল্প। তাকে ঘিরে থাকা কয়েকজন অধীর আগ্রহে সেই গল্প শুনছে। কেউ কোনো কথা বলছে না। মুগ্ধ হয়ে শুধু শুনেই যাচ্ছে। ঘোরের মধ্যেই তারা কল্পনার রথে ঘুরে বেড়াচ্ছে এমন একটি জঙ্গলে যার আয়তন খোদ অরণ্যদেবেরও অজানা। ক্রমেই জড়িয়ে যাচ্ছে এমন একটি জমিদারি এস্টেটের সাথে আজকের আগে যাদের কারো নামও তারা শুনেনি। অবাক হয়ে তারা একসময় আবিষ্কার করলো, রোমহর্ষক একটা শিকারের গল্প অনেকটা হুট করেই যেন অপ্রাকৃত অশরীরী এক গল্পের শরীর হয়ে উঠছে… ।