ফ্ল্যাপে লেখা কিছু কথা
বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরেরও অধিককাল সক্রিয়ভাবে উপস্থিত এক রাজনীতিকের জীবনের কিছুটা কালের পরিচয় তুলে ধরেছে এ বইটি। কখনো নন্দিত, কখনো নিন্দিত, প্রচুর চড়াই-উৎরাই পার হওয়া এই পোড়াখাওয়া রাজনীতিকের জীবনকাহিনী রাজনীতিতে সদা কৌতূহলী এদেশের জনগণের কাছে আগ্রহের বিষয় হবে বৈকি। এই বইটির ফোকাস যদিও ১৯৮৩ থেকে ১৯৯০সাল, কারাজীবন থেকে যার শুরু, তবে আত্মজীবনীর ক্ষেত্রে যা হয়, এখানেও তা-ই হয়েছে। লেখক প্রসঙ্গক্রমে কাহিনীর ডালপালা কখনো অতীতে এবং কখনো সামনে বিস্তৃত করেছেন। রাজনীতিকের রচনায় রাজনীতি তো থাকবেই, কিন্তু ব্যক্তিজীবন, তার ছোট-বড় সুখ-দুঃখ, দেশী-বিদেশী পরমাত্মীয়, বন্ধু-বান্ধব, স্বদেশ নিয়ে ভাবনা-এরকম নানা প্রসঙ্গ পাঠকের মনকে ছুঁয়ে ছুঁয়ে যায়। রাজনীতিকদের আত্মজীবনীর প্রাদুর্ভাবের এই দেশে বইটি একটি উল্লেখযোগ্য সংযোজন হবে বলে আশা করা যায়।