“একটি ইভেন্ট খোলার প্রস্তুতি চলছে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
মানুষ মূলত গল্পের জন্যেই পৃথিবীতে আসে। রােজ রােজ কেউ গল্প বলে। কেউ গল্প তৈরী করে। কেউ গল্প ফেলে যায়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।। বইটিতে ও এ রকম কিছু গল্প খুজে পাবেন। কিছু গল্প আমার, কিছু গল্প ব্যক্তিগত, কিছু গল্প আবার আপনার ও। কিছু গল্প আবার সাধারণেরও। গল্প গুলাে ও বেশ সাধারণ। তবে ওদের ভিতর একটা আলাদা একটা গল্প আছে, প্রাণ আছে। গল্পগুলাে ও বেশ জীবন্ত। আবার কিছু গল্প আছে বছর জুড়ে ঘটে যাওয়ার। আমার সামনেই ঘটেছে, আপনার সামনেই ঘটেছে। পড়লেই বুঝতে পারবেন কিভাবে ঘটেছে। কিভাবে আপনাকে আনন্দ দিয়েছে। সবমিলিয়ে কিভাবে, কেন জানি আপনার হাসির উদ্রেক সৃষ্টি করেছে। একটু হাসির উদ্রেক সৃষ্টি হলেই নিজ দায়িত্বে পুরােটা হেসে ফেলবেন। আটকে রাখবেন না। হাসি আটকে রাখার জিনিস না। এতে হার্ট ভালাে থাকে না।