লেখক
রোকন রাইয়ান

রোকন রাইয়ান

শেয়ার করুন

প্রকৃতি পাঠ থেকেই লেখার খোরাক নেন রোকন রাইয়ান। বইয়ের মোড়কে তার কলম সে কারণেই জীবন্ত হয়ে ওঠে। কিশোর উপন্যাস বইপোকাদের দল দিয়ে বইয়ের সূচনা। লেখালেখির আনুষ্ঠানিক যাত্রা ২০১১ তে। মাত্র ছয় বছরে তিনটি বই উপহার দিয়েছেন। উঠতি পাঠক মহল রোকন রাইয়ানকে আপন করে নিয়েছেন এ থেকেই। জন্ম ১৯৮৮ সালের ২ মে। শেরপুর জেলার ঝিনাইগাতী থানার লয়খা গ্রামে তার স্থায়ী বাস। বর্তমানে থাকছেন ঢাকায়। পেশায় সাংবাদিক। নেশায় লেখালেখি। দুই মিলেই চলছে কেতাবি সংসার।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান